নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও কন্ঠঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখমের ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে এলাকাবাসী । গত শুক্রবার বিকেলে উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেহপুর দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ও ঢাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় শুক্রবার রাতে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হলে গতকাল আরো একটি মামলা রুজু করা হইছে আসামিদের বিরুদ্ধে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সনমান্দি ইউনিয়নের ফতেহপুর দড়িকান্দি এলাকায় শুক্রবার বিকেলে স্থানীয় কুমারচর বনাম গাংকুলকান্দী নামে দু’দলের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালিন সময়ে খেলাকে কেন্দ্র করে গাংকুলকান্দী এলাকার হানিফ ও আউয়াল মিয়ার সাথে কুমারচর এলাকায় নুরে আলমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিকেল ৫ টার দিকে গাংকুলকান্দী ও দড়িকান্দি এলাকার হানিফ, আউয়াল, অনিক, শাহ আলী, সাইদুল মিয়া, মারুফ, শরিফ, সানজিদ হোসেন, মুসাসহ ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল পূর্ব পরিকল্পিতভাবে দা, ছেনা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে নুরে আলমের লোকজনের ওপর হামলা চালায়। হামলাকারীরা রনি, খোরশেদ, রাসেল, সাখাওয়াত, নূরে আলমসহ ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বকভাবে আহত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় ও ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নুরে আলমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এ ঘটনায় আহত রনির মামা মোমেন মিয়া বাদী হয়ে শুক্রবার রাতে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
আহত রনি জানান, অহেতুক আমাদের ওপর হামলা চালায়। হত্যার উদ্দেশ্যেই তারা আমাদের ওপর হামলা চালিয়ে আমাদের লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আমরা এ ন্যায় বিচার দাবি করি।
এসময় মানব বন্ধনে বক্তব্য রাখেন, মোঃ ইয়াসিন, মাওলানা লোকমান হোসেন জিহাদী,আব্দুল গাফ্ফার ভুইঁয়া, ও সাজেদা বেগম
মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল টি অলিপুরা বাজার হইতে ফতেপুর দড়িকান্দি মোড় ও হরিহরদী বাজারে গিয়ে শেষ হয়।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ক্রিকেট খেলা নিয়ে মারামারি ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Harrah's Cherokee Casino Resort - Dr. Maryland
উত্তরমুছুনWith more than 2,600 slot 이천 출장마사지 machines, more than 1,800 slot machines and 시흥 출장안마 107 table games, 아산 출장안마 this 충청북도 출장샵 is Harrah's Cherokee Casino Resort! 정읍 출장샵
একটি মন্তব্য পোস্ট করুন