রিপোর্ট প্রিন্ট

শেয়ার করুনঃ



সোনারগাঁওয়ে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও কন্ঠঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নদী বেষ্টিত চরাঞ্চল মেঘনা নদীর তীরবর্তী নুনেরটেক এলাকায় আইন শৃংখলা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেকে বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এ শ্লোগান নিয়ে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের  সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া। উদ্বোধক ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজওয়ান-উল-ইসলাম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁও থানার ওসি তদন্ত মো. আহসানউল্লাহ, স্থানীয় ইউপি সদস্য ইসমাইল সরকার, ওসমান মিয়া, সালমা আক্তার শিখা প্রমুখ। 

বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেন, নুনের টেক একটি সুবিধা বঞ্চিত এলাকা। এ এলাকায় যাতায়তের সুবিধার্থে শত কোটি টাকায় একটি ব্রিজ নির্মানে অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদের প্রতি কৃতজ্ঞতা। উন্নয়নের দিকে ধাবিত করা হবে অবহেলিত এ জনপদ। সভায় স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


1/আপনার মতামত জানান

  1. The premier occasion for betting and gaming within the CIS region. For extra information, visit sbcevents.com/sbc-summit-cis. Always examine the odds to prevent falling prey to the lowered profitable rate. Look up evaluations of the potential host on the internet and 바카라사이트 select the one with the best odds.

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন