সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে ‘মনোনয়ন–বঞ্চিত’ ৭ নেতার অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ জুড়ে তীব্র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশের মোগরাপাড়া চৌরাস্তা, কাঁচপুর, সাদীপুর, জামপুর, পাশাপাশি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার প্রধান সড়ক ও বাজারঘেঁষা পয়েন্টে একযোগে এসব বিক্ষোভ মিছিল বের হয়। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও কৃষকদলের হাজারো নেতাকর্মী ব্যানার–ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন।
তৃণমূল নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন মাঠে থেকে ত্যাগ-সাহসিকতার সঙ্গে রাজনীতি করা জনপ্রিয় নেতা মান্নানের গ্রহণযোগ্যতা ব্যাহত করতে মনোনয়ন–বঞ্চিত কিছু নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণীত অপপ্রচার চালাচ্ছেন। তাদের এই কর্মকাণ্ড সাধারণ নেতাকর্মীদের ক্ষুব্ধ করেছে।
এক যুবদল নেতা মিছিলে বলেন,“মান্নান সাহেব সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে বিএনপির সবচেয়ে গ্রহণযোগ্য মুখ। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু ব্যক্তি দলের ভেতরে বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমেছি।”
মোগরাপাড়া চৌরাস্তায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আরও বলেন,“মান্নান সাহেব মাঠের মানুষ, তৃণমূলের আস্থা তার ওপর অটুট। যারা মনোনয়নে ব্যর্থ হয়ে এখন সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর গল্প ছড়াচ্ছে, তারা দলের দুর্দিনে কোনো ভূমিকা রাখেনি। এদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা ঘোষণা দেন—মান্নানের বিরুদ্ধে ষড়যন্ত্র চললে সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জজুড়ে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে এবং তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মান্নানের পক্ষে কাজ করবে।
একটি মন্তব্য পোস্ট করুন