সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিবি পুলিশের পরিচয়ে এক ঠিকাদারি ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের কনকর্ট সিটির বিপরীত পাশে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী মুরাদুর রহমান রবিবার (৯ নভেম্বর) দুপুরে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ী মুরাদুর রহমান (৪৯) ঢাকা টিটি পাড়া থেকে নেভি-ব্লু রঙের একটি স্কুল ব্যাগে নগদ ৩৫ লাখ টাকা নিয়ে ফেনীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি ষ্টার লাইন পরিবহনের একটি বাসে যাত্রা করছিলেন। পথে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে সোনারগাঁয়ের পিরোজপুর আমেনা সুপার মার্কেট সংলগ্ন মসজিদে নামাজের বিরতির জন্য বাসটি থামে। নামাজ শেষে বাসটি পুনরায় যাত্রা শুরু করলে কিছুদূর এগোনোর পর ডিবি পুলিশের পোশাক পরা কয়েকজন ব্যক্তি সিগন্যাল দিয়ে গাড়িটি থামায়। তল্লাশির নামে তারা বাসে উঠে ব্যবসায়ী মুরাদুর রহমানকে হ্যান্ডকাপ পরিয়ে টেনেহিঁচড়ে নামিয়ে নিজেদের হাইয়েস মাইক্রোবাসে তুলে নেয়। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর তার চোখ ও মুখ বেঁধে গাড়িতে প্রায় দুই ঘণ্টা ঘোরানোর পর রূপগঞ্জের ভুলতা এলাকায় রাস্তার পাশে ফেলে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, “তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমাকে গাড়িতে তুলে নেয়। পরে চোখ বেঁধে ভয় দেখিয়ে ব্যাগ নিয়ে যায়। আমি কিছু বুঝে ওঠার আগেই তারা টাকা নিয়ে পালিয়ে যায়।”
এ ঘটনায় সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদ হাসান খান জানান, “৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
এদিকে মহাসড়কে ডিবি পরিচয়ে এমন ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের ঘটনা মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে স্পষ্টভাবে তুলে ধরছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন