সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানা ১ নং ওয়ার্ড এর জিয়ার সৈনিক দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি।
১২ (অক্টোবর) বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের ১ ওয়ার্ড জিয়ার সৈনিক দল সিএনজি স্টেশন, কাচাবাজার, আশপাশের দোকানে দোকানে এবং এলাকাবাসীর মধ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার সৈনিক দলের
সহ-সভাপতি সিরাজ, সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ড জিয়ার সৈনিক দলের সভাপতি মনির, সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক সদস্য আমিনুল ইসলাম ও কালাম হোসেন জয়সহ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন