রিপোর্ট প্রিন্ট

শেয়ার করুনঃ



সোনারগাঁয়ে দ্বীন-ইসলামের অবৈধ প্লাস্টিক গোডাউনে আ/গু/ন, এলাকাবসীর অপসারণের দাবী

 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কথিত আ’লীগ নেতা হিসেবে পরিচিত দ্বীন-ইসলামের অবৈধভাবে গড়ে ওঠা প্লাস্টিকের গোডাউনে আবারও আগুনের ঘটনা ঘটেছে। প্রশাসনের একাধিক মৌখিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পিরোজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে অনিরাপদভাবে এই গোডাউনটি পরিচালিত হয়ে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়রা জানান, গোডাউনটি ইউনিয়ন পরিষদের একদম লাগোয়া হওয়ায় আগুনের সময় পুরো ইউনিয়ন পরিষদ ভবনটিও পুড়ে ছাই হওয়ার ঝুঁকিতে ছিল। আগুনের তীব্রতা বাড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।

পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, তিনি একাধিকবার দ্বীন-ইসলামকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ এই গোডাউন সরিয়ে নিতে নিষেধ করেছিলেন। কিন্তু দ্বীন-ইসলাম চেয়ারম্যানের নির্দেশ অমান্য করার পাশাপাশি তাকে বৃদ্ধাঙ্গুলি দেখান। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে চেয়ারম্যানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধেও অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, গোডাউনটিকে ঘিরে পুরো জায়গাটি জঙ্গলাকার হয়ে গেছে। রাতের অন্ধকারে ওই জঙ্গল এলাকাটি ডাকাত, ছিনতাইকারী ও মাদকসেবীদের আস্থানা হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে মহাসড়কে চলাচলকারী সাধারণ মানুষ সবসময় আতঙ্কে থাকে।

তারা আরও জানান, এর আগেও একই এলাকায় একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। তারপরও অবৈধ এই প্লাস্টিক গোডাউন সরাতে প্রশাসন কোনো স্থায়ী ব্যবস্থা নেয়নি। ফলে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা অবিলম্বে এ অবৈধ গোডাউন অপসারণ এবং কথিত আ’লীগ নেতা দ্বীন-ইসলামকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় এমন ঝুঁকিপূর্ণ স্থাপনা থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঘটনার পর এলাকায় আবারো উদ্বেগ দেখা দিয়েছে, এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে।

0/আপনার মতামত জানান