সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সোনারগাঁ উপজেলার কাঁচপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে কাঁচপুর মঞ্জির খোলা ঈদগাঁহ ও এতিমখানা মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী মজিদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান,থানা বিএনপির সদস্য বি এম ডালিম,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুবেল হোসেন,
জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জিএস শাহ আলম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ,
মশিউর রহমান, সোহেল রানা, আয়নাল হক, ফারুক হোসেন, হানিফ হোসেন, নুরুল হক, মশু, নজরুল মেম্বারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার আন্দোলনের এক অটল প্রতীক। তাঁর মুক্তি ও সুস্থতা শুধু বিএনপির বিষয় নয়, এটি দেশের কোটি মানুষের হৃদয়ের দাবি। আমরা তাঁর দ্রুত আরোগ্য এবং দেশের কল্যাণে পথ দেখানোর ক্ষমতা ফিরে পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি।
বক্তারা আরও বলেন,
“দেশনেত্রীর অবস্থা নিয়ে দেশজুড়ে উদ্বেগ রয়েছে। এই কঠিন সময় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দোয়া ও মিলাদের মাধ্যমে আমরা তাঁর প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধের পরিচয় দিচ্ছি।”
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
স্থানীয় নেতাকর্মীরা জানান—এ আয়োজন ছিল দেশনেত্রীর প্রতি তাদের অটুট শ্রদ্ধা ও দলের প্রতি দায়িত্ববোধের প্রকাশ।

একটি মন্তব্য পোস্ট করুন