সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এবং বিএনপি নেতা মাসুম রানার সার্বিক তত্ত্বাবধানে জৈনপুর ৫নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আইন-বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, যুবদল নেতা হাজী সামছুল ইসলাম, মোঃ রহমত আলী সরকার, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, মনির হোসেন, আজগর আলী, মোঃ মামুন, হালিম, মঞ্জুর, দ্বীন ইসলাম, জামান, আঃ রশিদ, আরিফ, কালাম, মোকলেছুর রহমান, মনির, জহিরুল ইসলাম, আজিজ, ফারুক, জামান জিতু, হানিফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির নেতাকর্মীদের নিরাপত্তা, জাতীয় রাজনীতির স্থিতিশীলতা এবং সোনারগাঁয়ের ঐক্যবদ্ধ বিএনপির সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন