সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আছর নোয়াগাঁওয়ের পরমেশ্বরদী মাদ্রাসা মাঠে এ মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোতালেব কমিশনার, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির ২ নং সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, ৩ নং সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম ভূইয়া, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সামিম, আসাদুজ্জামান আসাদ ও মোস্তাফিজুর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রোবেল হোসাইন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক পারভেজ, সোনারগাঁও উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, সোহেল রানা, করিম রহমানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরমেশ্বরদী মাদ্রাসার আলেম-ওলামায় কেরাম ও শিক্ষার্থীরা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি, সাম্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
মাহফিলে প্রধান অতিথি আজহারুল ইসলাম মান্নান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এই জাতির প্রত্যাশা। তার দীর্ঘায়ু ও আরোগ্য দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।”
দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং আগামীর রাজনৈতিক কর্মসূচিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন