সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর ও ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ইসলামপুর এলাকার আব্দুল সামাদের ছেলে মো. কবির হোসেন (৪০) এবং একই এলাকার মৃত গোলজার হোসেনের ছেলে সুজন (৩০)। এসময় আরও ছয়জন— জসিম, শিবু, ইউসুফ, নাজিম, কবির ও সাকিবসহ অজ্ঞাতনামা ৭-৮ জন ডাকাত সহযোগী পালিয়ে যায়।
সোনারগাঁ থানার এসআই (নিঃ) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সংলগ্ন এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়, বাকিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুইটি সুইচ গিয়ার চাকু, দুটি ধারালো রামদা এবং দুটি কাঠের হাতলযুক্ত ছোরা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা মহাসড়কে ডাকাতির পরিকল্পনা করছিল।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, বগ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে বিশেষ অভিযান চলছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের আশঙ্কা বেড়ে গিয়েছিল। পুলিশের তাৎক্ষণিক অভিযানে বড় ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিহত হয়েছে বলে তারা জানান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ অভিযানকে স্থানীয়রা প্রশংসা করে বলেন, দ্রুত ও সাহসী পদক্ষেপের ফলে মহাসড়ক নিরাপদ রাখা সম্ভব হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন