নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও কন্ঠঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা। সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া এলাকায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি গরিবে নেওয়াজ, সহ-সভাপতি মোহাম্মদ আলী। সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এমএ জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক আনিছুর রহমান বাবু, জাবেদ রায়হান, সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর জাহেদা আক্তার মনি, পারভীন আক্তার, শাহাজালাল, দুলাল, রফিক, সোনারগাঁও পৌরসভা সেচ্ছাসেবক পার্টির সভাপতি ওমর ফারুক টিটু, সোনারগাঁও পৌরসভার জাতীয় পার্টির নেতা হাজী মহিউদ্দিন, সোনারগাঁও পৌরসভার সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও জাতীয় পার্টির নেতা কাউসার আহম্মেদ, জাতীয় পার্টির নেতা মজিবুর রহমান, কাউন্সিল পদপ্রার্থী আব্দুর রউফ প্রমূখ।

Alternatively, ought to use|you have to use} the code “LASATLANTIS”, and with every of your first 5 deposits, you’ll qualify for a 280% slots 카지노사이트 bonus worth up to as} $14,000. In addition to receiving a 260% deposit bonus, you’ll score 50 free spins to use with Frog Fortunes. Although you’ll only manage to hit payouts worth 150x your authentic wager, this machine has an extremely high ninety seven.05% RTP. We found 11 different bonus provides that give away up to as} a hundred and seventy free spins and $14,000 in casino credits.
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন