সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ ও জমি দখলের গুরুতর অভিযোগ উঠেছে দখলদার মজিদ ও জাহের আলীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে আদালতের আদেশ, পুলিশ প্রশাসনের সম্ভাব্য আইনানুগ ব্যবস্থা এবং স্থানীয় সালিস ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগী ও এলাকাবাসীর।
ভুক্তভোগী মোঃ মুজাহিদুল ইসলাম (৪২) জানান, তিনি ২০০১ সালে সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নের দিয়ারা মেনীখালী মৌজার খতিয়ান নং–৫৩, জোত নং–১০১১০, সাবেক দাগ নং–২৬৬ এর অন্তর্ভুক্ত মোট ৬ শতাংশ জমি আইনানুগভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। উক্ত জমি সংক্রান্ত বিরোধের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত কর্তৃক নিষেধাজ্ঞা (Status Quo) জারি থাকলেও অভিযুক্ত আব্দুল মজিদ বেপারী (৭০) ও জাহের আলী তা সম্পূর্ণ অমান্য করে তাদের নেতৃত্বে ৫/৭ জন অজ্ঞাতনামা লোকজন নিয়ে জমিতে ইট, বালুসহ নির্মাণ সামগ্রী ফেলে পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা চালাচ্ছেন।
অভিযোগে বলা হয়, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অভিযুক্ত পক্ষ প্রকাশ্যে নির্মাণ কার্যক্রম চালিয়ে যাওয়ার মাধ্যমে বিচার ব্যবস্থার প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করছেন, যা সরাসরি আদালত অবমাননার শামিল। স্থানীয়ভাবে একাধিকবার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত পক্ষ তাতে কর্ণপাত করেনি। এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিখিত নোটিশ প্রদান করলেও অভিযুক্ত দুই দফা ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে সময়ক্ষেপণ করে পরবর্তীতে আর কোনো সালিস বৈঠকে হাজির হয়নি।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি তাকে রাস্তাঘাটে দেখলে অশ্লীল ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। গত ১০ জানুয়ারি ২০২৬ ইং তারিখ বিকাল আনুমানিক ৪টা ১৫ মিনিটে স্থানীয় লোকজন নিয়ে তিনি দখল কার্যক্রমে বাধা দিতে গেলে অভিযুক্তরা মারধরের উদ্দেশ্যে তেড়ে আসে এবং পরিস্থিতি চরম উত্তেজনাকর হয়ে ওঠে।
এলাকাবাসীর দাবি, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে দখলচেষ্টা শুধু ভুক্তভোগীর সম্পত্তির জন্য নয়, পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি। যে কোনো সময় সেখানে সংঘর্ষ, খুন-জখম ও বড় ধরনের অঘটনের আশঙ্কা রয়েছে।
স্থানীয় গণমাধ্যমকর্মী সরেজমিনে পর্যবেক্ষণ, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন এবং অভিযোগের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করায় গণমাধ্যমকর্মীকে একটি ফোন নাম্বার থেকে একজন মহিলা একাধিক ফোন ও মেসেজ করে গালিগালাজ ও প্রাননাশের হুমকি প্রদান করেন যার স্ক্রিন শট প্রতিবেদকের কাছে বিদ্যমান।
অভিযুক্ত আব্দুল মজিদ জানান, তার জমিতে সে স্থাপনা তৈরি করবে আইন আদালত কি করবে। কয়েকবার স্থানীয় চেয়ারম্যান ও গণমান্য ব্যক্তিবর্গ বিচার সালিস করেছে এ ব্যপারে জানতে চাইলে বলেন আমি এ বিচার মানিনা।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মুজাহিদুল ইসলাম সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে আদালতের আদেশ বাস্তবায়ন, অবৈধ নির্মাণ বন্ধ এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকাবাসী দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হারুন বলেন, এর আগেও আমরা থানায় বসেছি। স্থাপনা নির্মাণ করতে নিষেধ করে দেয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত অমান্য করার প্রমান পেলে তাদেরকে আইনের আওতায় নেয়ার হবে৷

একটি মন্তব্য পোস্ট করুন