সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয়াকে কেন্দ্র করে ৫ লক্ষ টাকা চাঁদাদাবীর অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার আহবায়ক কমিটি যুগ্ম সদস্য সচিব অনিক খান সিয়াম ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় চাঁদা না দেয়ায় রোববার রাতে মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে প্রেমের বাজার এলাকায় ৫ গ্রামের সাধারন জনগণের উপর হামলা চালানো হয়৷
সরেজমিনে গিয়ে জানা যায়, সম্প্রতি তিতাস গ্যাস কর্তৃপক্ষ উপজেলার পৌর এলাকায় চুনা ফ্যক্টরির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের সময় পৌর এলাকার ফতেহকান্দী ও সনমান্দী ইউনিউনের প্রেমের বাজার, হামছাদী, বড়ইকান্দী, মসড়াকান্দী, সনমান্দী গোপেরবাগ গ্রামসহ প্রায় ৭ গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে৷ এর আগেও ৫ আগষ্টের পর তিতাস কর্তৃপক্ষ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলে সমন্বয়ক দাবী করে অনিক খান সিয়াম, ইলিয়াস মিয়া ও মোশাররফ হোসেন ২ লক্ষ টাকা চাঁদা নিয়ে সনমান্দী ইউনিউনের ৫ গ্রামে গ্যাস সংযোগ দেয়। কিন্তু পূনরায় আবার বিচ্ছিন্ন করলে রাতের আঁধারে সমন্বয়ক দাবীদার অনিক খান সিয়াম ও ইলিয়াস হোসেন, কাউসার, জসিমসহ ১০/১৫ জন পৌর এলাকার ফতেহকান্দী গ্রামে গ্যাস সংযোগ দেয়। পরে এ খবর জানতে পেয়ে সনমান্দী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিরউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সায়েম প্রধান তাদের এলাকার গ্যাস সংযোগ দিতে গেলে তারা ৫ লক্ষ টাকা চাঁদাদাবী করে। পূর্বেও তারা টাকা দিয়ে গ্যাস সংযোগ নিয়েছে বলে পূনরায় টাকা দিতে রাজি না হওয়ায় তাদের দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করেন। এ তথ্যটি নিশ্চিত করার জন্য অনিক খান সিয়াম সনমান্দী ইউনিয়নের প্রেমের বাজার এলাকায় যায়৷ সেখানে ধাওয়া খাওয়া কয়েকজন ব্যক্তি তাকে আটকে কেনো এমন ধরনের কাজ করেছে জিজ্ঞাসা করলে সে উত্তেজিত হয়ে তার সহযোগীদের ফোন দেয়৷ তাকে মেরে ফেলার উদ্দেশ্যে আটকে রেখেছে এমন খবর জানতে পেরে তার সহযোগীরা স্থানীয় মসজিদের মাইকে প্রেমের বাজার এলাকা থেকে ডাকাত এসেছে এমন ডাকাত আখ্যা দিয়ে পুরো এলাকাবাসীর উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় কয়েকজন সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিও আছেন। সংঘর্ষের ঘটনা শুনে তাৎক্ষণিক সোনারগাঁ থানার ওসি পুলিশ ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এসময় সনমান্দী ইউনিয়নের বিএনপির ৬ নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন বলেন, আ'লীগের সময় থেকে গ্যাস ব্যবহার করে আসছি হঠাৎ পৌর এলাকার ফতেহকান্দীর সমন্বয়ক দাবী করে অনিক খান সিয়াম ও তার সহযোগীরা ৫ লক্ষ টাকা চাঁদাদাবী করে। চাঁদা না দেয়ায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে গ্যাস সংযোগ দিতে গেলে মসজিদের মাইকে ডাকাত আখ্যা দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়৷ সিসি ফুটেজেই তাদের হামলার ভিডিও দেখতে পারবেন৷ থানায় অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযুক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব অনিক খান সিয়াম জানান, সে এধরনের কাজে জড়িত নয়৷ চাঁদাদাবী ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যে। ঘটনার দিন রাতে সে প্রেমের বাজারে রাত ১০ টার দিকে ওষুধ কেনার জন্য ফার্মেসীতে যায়।সেখানে সায়েম প্রধান তার গতিপথরোধ করে গ্যাস সংযোগ নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তখন সে এলাকায় ফোন দিলে তাকে রক্ষার্থে তাদের গ্রামের লোকজন আসে।
সনমান্দী ইউনিউনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক টিক্কা জানান, এ বিষয়ে আমি কিছুই জানতাম না। সংঘর্ষের ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেছি। এলাকাবাসী অভিযোগ করেছেন তাদের কাছে নাকি ৫ লক্ষ টাকা চাঁদাদাবী করেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান জানান, গত রোববার রাতে সংঘর্ষের খবর জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি৷ তবে দু'পক্ষকে ডেকে মিমাংসা করার চেষ্টা চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন