সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতারা। এসময় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং পূজা আয়োজকদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে এই কার্যক্রমে অংশ নেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম মান্নানের মেজ ছেলে আজমীর বেপারী শাকিল, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. মিজানুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেনসহ স্থানীয় বিএনপি নেতা আলমগীর, মিন্টু, হালিম, কবির, আমির, আহসানউল্লাহ, সানাউল্লাহ ও ওয়াসকোরনী প্রমুখ।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার জন্য শুভকামনা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলের প্রতি আহ্বান জানান।
একটি মন্তব্য পোস্ট করুন