সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে ৪টি চুনা কারখানা গুঁড়িয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পিরোজপুর ইউনিয়নের ইকোনোমিক জোনের গেটে ৪টি চুনা কারখানার মধ্যে- গেটের পূর্ব পাশে ১টি, পশ্চিম পাশে ১টি, বিপরীত পাশে ১টি এবং গঙ্গানগরে ১টি কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের সহযোগিতায় মালামাল নষ্ট করা হয় এবং এক্সকেভেটর দিয়ে ভাট্টিগুলো ভাঙা হয়। প্রতিটি অবৈধ গ্যাস লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং ক্যাপিং করে বন্ধ করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ও সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী শফিউল আওয়াল।
শফিউল আওয়াল বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যেখানে যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানে অভিযান চালানো হবে।
অভিযানে উপস্থিত ছিলেন, তিতাসের কর্মকর্তা, সোনারগাঁ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
একটি মন্তব্য পোস্ট করুন