সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও হাইস্কুলের প্রধান শিক্ষক আতিক তালুকদারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও নানা অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিভাবকদের দাবি, এসব অনিয়মের কারণে শুধু পাঠদানের পরিবেশই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অভিযোগ ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।
এ প্রসঙ্গে অভিভাবক মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, “আমাদের অভিযোগ কোনো ব্যক্তিগত বিষয় নয়, বরং প্রধান শিক্ষকের আধিপত্য বিস্তার ও বিধি-বহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধেই আমরা প্রতিবাদ জানাচ্ছি। তিনি গত বছরের ৫ আগস্ট থেকে নানা অজুহাত দেখিয়ে পুরনো এডহক কমিটি বহাল রেখেছেন। যেখানে সারাদেশে নতুন কমিটি গঠনের মাধ্যমে বিদ্যালয় পরিচালিত হচ্ছে, সেখানে তিনি পুরনো কমিটি বহাল রেখে নিজের স্বার্থসিদ্ধির কাজ চালিয়ে যাচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।”
বিদ্যালয়ের জমিদাতা হাজী আবুল কাশেম বলেন, “প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না। নিয়োগে আর্থিক লেনদেনসহ নানা বিষয়ে অনিয়মের কারণে আমরা মহাপরিচালকের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। আশা করছি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে প্রধান শিক্ষক আতিক তালুকদার মুঠোফোনে জানান, যে বিষয়গুলো নিয়ে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণীত। কিছু ব্যক্তি এলাকাবাসীকে ভূল বুঝিয়ে আমার বিরুদ্ধে এ অভিযোগ করেছে।
সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন বলেন, “বিষয়টি আমাদের জানানো হয়েছে। যেহেতু মহাপরিচালকের কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে। সেখান থেকে নির্দেশনা পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।”
অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, বিদ্যালয়ে যেন দ্রুত তদন্ত করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন