রিপোর্ট প্রিন্ট

শেয়ার করুনঃ



পূজার আলোয় সোনারগাঁ, মানুষের ভালোবাসায় সিক্ত আজহারুল ইসলাম মান্নান

 


ডালিম হোসাইন : শারদীয় দুর্গোৎসব—বাংলার সংস্কৃতির সবচেয়ে প্রাণবন্ত ও বর্ণিল উৎসব। আলোকসজ্জায় ঝলমল করছে সোনারগাঁওয়ের গ্রাম-শহর, ঢাকের তালে মুখরিত পূজা মণ্ডপগুলো। এমন উৎসবমুখর সময়ে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের আনন্দে সামিল হতে প্রতিটি পূজা মণ্ডপে ছুটে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নান।

দিনভর উপজেলাজুড়ে মোট ৩৫টি পূজা মণ্ডপে স্বশরীরে উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। কোথাও পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে করমর্দন, কোথাও আবার সাধারণ মানুষের সাথে আন্তরিক কুশল বিনিময়—সবখানেই মান্নান সাহেবকে ঘিরে উচ্ছ্বাস। মণ্ডপে উপস্থিত মানুষজন শুধু রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং একজন আপনজন হিসেবে তাঁকে কাছে পান।

মান্নান সাহেবও ভোলেন না অতীতের স্মৃতি। আবেগঘন কণ্ঠে তিনি বলেন—“আমার রাজনৈতিক জীবনের প্রতিটি পর্যায়ে আপনারা আমাকে অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান নির্বাচনে যখন প্রতিদ্বন্দ্বিতা করি, তখন সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত প্রতিটি ভোটকেন্দ্রে আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন। তাই আপনাদের প্রতি আমার হৃদয়ে বিশেষ একটি টান সবসময় কাজ করে।”তাঁর কথার ভেতর দিয়ে ফুটে ওঠে ভবিষ্যতের প্রতিশ্রুতি।

“আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠন করে, তাহলে প্রতিটি পূজা মণ্ডপে থাকবে হাইটেক সিকিউরিটির ব্যবস্থা। পূজা হবে আরও প্রাণবন্ত, আরও নিরাপদ ও আনন্দঘন।”

রাজনীতির ভিন্ন সংজ্ঞা দিয়েছেন আজহারুল ইসলাম মান্নান। তাঁর মতে—“আমার কাছে রাজনীতি মানে বিভাজন নয়, বরং ভালোবাসা ও মানবতার বন্ধন। আপনাদের সঙ্গে আমার সম্পর্ক হোক বিশ্বাস আর ভালোবাসার মাপকাঠিতে।”

প্রতিটি মণ্ডপে দেখা গেছে তাঁর দলের নেতাকর্মীদের নির্ঘুম পাহারা। যেন ধর্মীয় ভক্তিমূলক আয়োজন নির্ভয়ে সম্পন্ন হয়। ভক্তদের প্রশংসা ছিল একবিন্দুও কম নয়। তাঁদের ভাষায়, আজহারুল ইসলাম মান্নান কেবল একজন রাজনৈতিক নেতা নন—তিনি মানুষের দুঃখে-সুখে পাশে দাঁড়ানো এক অকৃত্রিম বন্ধু।

সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও সাধারণ পূজারীরা একসুরে বলেছেন—তারা চান মান্নান সাহেবকে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ হিসেবে দেখতে। তাঁর অতীতের অবদান, সহমর্মিতা ও ভালোবাসাই তাঁকে তাঁদের কাছে বিশেষ করে তুলেছে।

এই পূজার আলোয় তাই বারবার উচ্চারিত হয়েছে একটাই প্রার্থনা—আজহারুল ইসলাম মান্নান থাকুন মানুষের পাশে, থাকুন সোনারগাঁওয়ের স্বপ্ন পূরণের অঙ্গীকারে।

0/আপনার মতামত জানান