সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের মাঝে পৌঁছে দিতে মাঠে নেমেছেন স্থানীয় নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় শনিবার(৪ অক্টোবর) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মা–বোনদের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ পদপ্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এ কর্মসূচি পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আমির হোসেন, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. হান্নান, জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পনির হোসেন মিন্টু, নোয়াগাঁও ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি কবির হোসেন, জামপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালুসহ স্থানীয় নেতাকর্মীরা।
লিফলেট বিতরণের সময় নেতৃবৃন্দ বলেন,"আমাদের এই প্রচারণার লক্ষ্য শুধু রাজনৈতিক নয়, এটি মানবিকও। দেশের প্রতিটি মা-বোন যেন জানেন—একটি ন্যায্য, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে বিএনপির এই ৩১ দফাই হলো আশার আলো।"
তারা আরও বলেন, দেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক সংকট থেকে পরিত্রাণ পেতে জনগণের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এই উদ্যোগের মাধ্যমে তৃণমূলে সাধারণ মানুষের কাছে নতুন আশার বার্তা পৌঁছে দিতে চায় বিএনপি।
একটি মন্তব্য পোস্ট করুন