নিজস্ব প্রতিবেদক:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তানযীমুল উম্মাহ মাদ্রাসা, নারায়ণগঞ্জ শাখা প্রি-হিফয ও ইবতেদায়ী সেকশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) চিটাগাং রোডের গ্র্যান্ড তাজ পার্টি সেন্টারে দিনব্যাপী দুই অধিবেশনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাবীবুল্লাহ মোহাম্মাদ ইকবাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবহানবাগ জামে মসজিদের খতিব ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক হযরত মাওলানা শাহ মোহাম্মাদ ওলি উল্লাহ (আলোচক, এ.টি.এন বাংলা)। বিশেষ অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শাখার প্রিন্সিপাল মোহাম্মদ কবির হোসেন।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া, প্রিন্সিপাল সোনারগাঁ আইডিয়াল কলেজ ও মাননীয় সংসদ সদস্য প্রার্থী, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)। বিশেষ অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ মাদরাসার কর্মকর্তা আসাদুজ্জামান। এ অধিবেশনে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর মোহাম্মাহ আসলাম মিয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোঃ আসাদুল ইসলাম মোল্লা (সোনারগাঁও দক্ষিণ)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ মাদরাসা নারায়ণগঞ্জ শাখা প্রি-হিফয ও ইবতেদায়ী সেকশনের ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মু. রিদওয়ানুর রহমান, শাখা সহকারী মো. কুতুবুদ্দিন, বিভিন্ন শাখার শাখা প্রধান ও শাখা সহকারীগণ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, কোরআনভিত্তিক শিক্ষা শুধু শিশুদের চরিত্র গঠনেই নয়, বরং একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় প্রধান অতিথি প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন,“ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল-কোরআনের শিক্ষা অপরিহার্য। তানযীমুল উম্মাহ পরিবার দেশব্যাপী কোরআনভিত্তিক সমাজ গঠনের যে উদ্যোগ নিয়েছে, তা সবার অংশগ্রহণে সফল হবে ইনশাআল্লাহ। অভিভাবকসহ সকলকে কোরআনভিত্তিক শিক্ষার প্রসারে কার্যকর ভূমিকা রাখতে হবে।”
আয়োজক কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উৎকর্ষের পাশাপাশি মেধাবিকাশে এমন অনুষ্ঠান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানের শেষাংশে সফল শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
একটি মন্তব্য পোস্ট করুন